আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘দলের ভেতর ন্যূনতম গণতান্ত্রিক চর্চা না করে বিএনপি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার নামে দেশবাসীকে ধোঁকা দিতে চায়। তারা আসলে অতীতের হাওয়া ভবনের দৌরাত্ম্য ফিরিয়ে আনতে আন্দোলন করছে।’
আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে আজ সোমবার ধানমণ্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রচার-প্রকাশনা ও বাজেট উপকমিটির প্রস্তুতি সভায় যোগ দিয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
বিএনপি এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘দেশে অবস্থানরত বিদেশিদের ডিনার পার্টিতে যোগ দিয়ে দেশের বিরুদ্ধে নালিশ করাই দলটির প্রধান কাজ। এছাড়া বিশ্ব মন্দার প্রভাবে দেশের কিছু মানুষের দুঃখ দুর্দশা উসকে দিয়ে, সরকারবিরোধী আন্দোলন জমাতে চায়।’
সম্মেলনকে কেন্দ্র করে কাউকে অতি উৎসাহী ভক্ত সাজতে নিষেধ করে ওবায়দুল কাদের বলেন, ‘দলের নেতাকর্মীদের মনের খবর আমাদের সভাপতি শেখ হাসিনার চেয়ে কেউ বেশি জানেন না। তিনি কাউন্সিলরদের মনের খবর ও জীবনের খবর, এমনকি তারা কীভাবে চলছে, কে অসুস্থ, কার আর্থিক সচ্ছলতা নেই- সব খবর রাখেন। তাই দলের নেতৃত্ব নির্বাচনে সভাপতি শেখ হাসিনার বিকল্প নেই।’
কখনোই প্রার্থিতার মধ্যে ছিলেন না দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘আমি এসব প্রার্থিতার মধ্যে কখনও ছিলাম না। তাই আমার অতি উৎসাহী ভক্ত হয়ে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না। আমি ভালো আছি। নেত্রী আমাকে যে দায়িত্ব দেবেন, যেখানে রাখবেন, আমি সেটাই করব।’
প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক সাহাবুদ্দিন চুপ্পুর সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।