নলছিটি প্রতিনিধি:
নলছিটিতে মুক্তিযোদ্ধার ব্যক্তি উদ্যোগে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানব্বন্ধন অনু্ষ্ঠিত হয়।২৭ নভেম্বর সকালে নলছিটি প্রেসক্লাব’র সামনে পৌর আওয়ামী লীগের উদ্দোগে এ মানব্বন্ধন পালিত হয়।
এতে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ,পৌরসভার কাউন্সিল,শিক্ষক সাংবাদিকেসহ সাধারণ মানুষ অংশ গ্রহণ করে । মানব্বন্ধন’র সময় বক্তারা অবিলম্বে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান । উল্লেখ্য ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের নলছিটি এলাকার ষাটপাকিয়া এলাকায় মুক্তিযুদ্ধের এ ভাস্কর্য রাতের আধারে ভেঙে ফেলে দুর্বৃত্তরা ।