বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বিএনপিকে আর ছাড় নয়

বিএনপিকে আর ছাড় নয়

ডেস্ক রিপোর্ট :

বিএনপি গণমিছিলের নামে সারা দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে অ‌গ্নিসন্ত্রাস এবং ভাঙচুরের মতো সহিংসতার ষড়যন্ত্র করেছে বলে দা‌বি ক‌রে‌ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং  সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় বিএনপিকে অনেক ছাড় দেওয়া হয়েছে। দলটিকে আর ছাড় দেওয়া হবে না।

আজ মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের নিয়ে এক বর্ধিত সভা শেষে গণমাধ্যমকে একথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির ১০ তারিখে ঢাকায় মহাসমাবেশের ষড়যন্ত্র সফল হয়নি। সেটি কর্পূরের মতো উড়ে গেছে। এখন তারা গণ‌মি‌ছি‌লের নামে নতুন করে ষড়যন্ত্র শুরু করছে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক পাহারায় ছি‌ল। ওই‌দিন ঢাকা মহানগরের রাজপথ কার্যত আওয়ামী লীগের দখলে ছিল। এর মাধ্যমে সেদিন বিএনপি নেতৃত্বাধীন অপশক্তিকে রুখে দিয়েছিল।’

বিএনপির যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করতে ১০ তারিখের মতো ৩০ ডিসেম্বরও রাজপথে নেতাকর্মীদের অবস্থান নি‌য়ে সতর্ক পাহারায় থাকার নির্দেশ দেন ওবায়দুল কা‌দের।

আওয়ামী লীগ সংঘাত চায় না জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আমরা আক্রমণ করব না। তবে আঘাত এলে পাল্টা আঘাত হবে কি না তা উদ্ভূত পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ সময় বিএনপির প্রতি সরকা‌রের কঠোর মনোভাবের কথা জানিয়ে ওবায়দুল কদের বলেন, ‘প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উদারতায় বিএনপিকে অনেক ছাড় দেওয়া হয়েছে। বেশি লাফালাফি করলে আর ছাড় দেওয়া হবে না।’

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech