মোঃ শাহাজাদা হীরা:
আজ ১ ডিসেম্বর রবিবার সকাল ১০ টায় সিভিল সার্জন অফিস বরিশালের আয়োজনে, স্বাস্থ্য বিভাগীয় প্রশিক্ষণ কেন্দ্র, ব্রাউন কম্পাউন্ড রোড বরিশালে এর সভাকক্ষে। ১ ডিসেম্বর ২০১৯ বিশ্ব এইডস দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। শুরুতে বর্ণাঢ্য একটি র্যালি সার্কিট হাউজ প্রাঙ্গণে থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য বিভাগীয় প্রশিক্ষণ কেন্দ্র, ব্রাউন কম্পাউন্ড রোডে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ ফরহাদ সরদার, সহকারী পরিচালক (প্রশাসন) পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয় বরিশাল ডঃ শ্যামল কৃষ্ণ মন্ডল, ডেপুটি সিভিল সার্জন বরিশাল ডাঃ মাহমুদ হাসান, ডেপুটি সিভিল সার্জন বরিশাল ডাঃ মুন্সী মোমিনুল হকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারিরা, এনজিও প্রতিনিধি সুধীজন উপস্থিত ছিলেন। অতিথিরা দিবসের তাৎপর্য ও এইডস প্রতিরোধে করনীয় বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।