স্টাফ রিপোর্টার: চিরনিদ্রায় সায়িত হলেন বিশিষ্ট সাহিত্যিক, চিত্রশিল্পী, শিক্ষাবিদ ও সাংবাদিক অধ্যাপক লুৎফ-এ-আলম । মঙ্গলবার রাত সোয়া দুইটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যূকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মঙ্গলবার জোহার বাদ নগরীর চৌমাথা মার্কাজ মসজিদে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযা নামাজে বরিশালের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গসহ প্রায় কয়েক’শ মানুষ অংশগ্রহণ করেন। প্রায় ২৫ বছর যাবৎ তিনি বরিশালের প্রাচীন দৈনিক শাহনামার সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেন। দীর্ঘ জীবনে তার বরিশাল জেলা প্রশাসন থেকে সাহিত্য বিষয়ে সম্মাননা সহ বিভিন্ন গৌরবোজ্জল অর্জন রয়েছে। কর্মজীবনে তিনি সরকারী সৈয়দ হাতেম আলী কলেজে শিক্ষকতা করেছেন। বরিশালের মিডিয়াঙ্গন ও সাহিত্যাঙ্গনে তার ব্যাপক আনাগোনা ও গ্রহণযোগ্যতা রয়েছে। অধ্যাপক লুৎফ-এ-আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন দৈনিক শাহনামা ও দৈনিক বাংলার বনে পরিবার, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব, বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন, জাতীয় সাংবাদিক সংস্থা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক পরিষদ, বরিশাল খবর ও বরিশাল বাণী পরিবার, নিউজ এডিটর কাউন্সিল।