ডেস্ক রিপোর্ট :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক নেত্রীসহ ৩ জনকে ছাত্রদল কর্মীরা আটক করে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ছাত্রীর নাম টিকলি শরিফ। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। টিকলি খুলনা মহানগর শাখা ছাত্রলীগের উপ-ছাত্রীবিষয়ক সম্পাদক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি ছিল না। জানা গেছে, ‘জুলাই অভ্যুত্থানে’ ববিতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।
ছাত্রদলের দাবি, টিকলি নিষিদ্ধ ছাত্রলীগের হয়ে ক্যাম্পাসে গোপনে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছিলেন। বিষয়টি নিশ্চিত হয়ে ছাত্রদলের কয়েকজন সদস্য তাকে আটকের পর প্রক্টরের উপস্থিতিতে পুলিশে হস্তান্তর করেন। এ সময় তার সঙ্গে থাকা একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী—মামুন ও তরিকুলকে আটক করা হয়।
অভিযোগের বিষয়ে টিকলি শরিফ জানান, তার মঙ্গলবার সেমিস্টার ফাইনাল পরীক্ষা। লাইব্রেরিতে পড়ছিলেন। সন্ধ্যায় বাইরে বের হলে জুনিয়রদের সঙ্গে দেখা হয়,। তাদের সঙ্গে চা খেতে গেলে সেখান থেকে তাকে আটক করা হয়। ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা প্রসঙ্গে বলেন, গণতান্ত্রিক প্রেক্ষাপটে যে কেউ ভালোবাসা থেকে সংগঠনের কাজ করতে পারে।
ছাত্রদলের বিলুপ্ত কমিটির সাবেক সদস্য মিনহাজুল ইসলাম বলেন, টিকলি ক্যাম্পাসে ফিরে গোপন কার্যক্রম চালায়। জুনিয়ররা তাকে দেখে আটক করে প্রক্টর ম্যামের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি বলেন, কিছু শিক্ষার্থী আমাকে জানানোর পর আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলে অভিযুক্তদের হস্তান্তর করি। পরবর্তী ব্যবস্থা পুলিশ আইন অনুযায়ী গ্রহণ করবে।