বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশালে দূর্গা পূজার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে মৃৎ শিল্পীরা

বরিশালে দূর্গা পূজার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে মৃৎ শিল্পীরা

বরিশালের ৫৪৪ পূজা মন্ডপে দূর্গা পূজার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন এখানকার মৃৎ শিল্পীরা।চলছে দুর্গা প্রতিমা নির্মাণের কাজ ।

জানা গেছে, এ বছর বরিশাল নগরীতে ৩৫ মন্ডপে, সদর উপজেলায় ১৯, আগৈলঝাড়ায় ১৪২,উজিরপুরে ১০৬, গৌরনদীতে ৭৬, মুলাদীতে ০৯, হিজলায় ১২, বানারীপাড়ায় ৩৯, বাবুগঞ্জে১৯, মেহেন্দিগঞ্জে ২১ ও বাকেরগঞ্জ উপজেলায় ৬৬টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জানান, এ বছর জেলায়স্থায়ী-অস্থায়ী মিলে বরিশাল মহানগর ছাড়া জেলায় মোট ৫০৯ মন্ডপে অনুষ্ঠিত হচ্ছেশারদীয় দুর্গাপূজা।

মহানগর পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক জানান, আনন্দ ও উৎসব মুখরপরিবেশে পূজা উদযাপনের লক্ষে আগাম প্রস্তুতি শুরু হয়ে গেছে। এ বছর ৬টি ব্যক্তিগতসহ নগরীতে ৩৫টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার নাসির উদ্দিন মল্লিক বিডি ক্রাইম ২৪কে জানান, দূর্গা পূজার আগ থেকেই নেয়া বাড়তি নিরাপত্তা। প্রতি বছরের চেয়ে এবছর নানা উদ্যেগ নিবে বিএমপি পুলিশ।

নগরীর কাউনিয়া লোকনাথ মন্ডিরে মৃৎ শিল্পী সুইটি পাল জানান, প্রতিমা গড়ার কাজ শেষকরা হয়েছে। এখন রং-তুলি দিয়ে ফুটিয়ে তোলা হবে। পাশাপাশি প্রতিটি মন্ডপে চলছেসাজসজ্জা ও আলোকসজ্জার কাজ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech