বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

রোহিঙ্গা ইস্যুতে মিলছে না সহযোগিতা

রোহিঙ্গা ইস্যুতে মিলছে না সহযোগিতা

ডেস্ক রিপোর্ট :

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সরকার বিলিয়ন ডলারের বেশি অর্থ খরচ করছে। অথচ এ ইস্যুতে আন্তর্জাতিক মহল থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না।’

রাজধানীর একটি হোটেলে আজ শনিবার (২১ জানুয়ারি) ‘বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিক সহযোগিতা : অগ্রাধিকারমূলক সমস্যা ও উদ্বেগ’ শীর্ষক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার রোহিঙ্গাদের সঙ্গে মানবিক আচরণ করে যাচ্ছে। তবে, নিরাপত্তার স্বার্থে রোহিঙ্গাদের যে কোনো অপরাধমূলক কার্যক্রম শক্ত হাতে দমন করা হবে। আমরা দেখছি, রোহিঙ্গাদের নিয়ে কাজ করা আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে সম্প্রতি সমালোচনা করছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অত্যন্ত ঝুঁকি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে।’

রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করতে সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চায় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘২০২১ সালে আমরা ১ দশমিক ২ বিলিয়ন ডলার খরচ করেছি। দাতা সংস্থাগুলো এর অর্ধেক সংগ্রহ করতে পারছে না।’

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech