মোঃ শাহাজাদা হীরা:
পহেলা ডিসেম্বর বাঙালি জাতির বিজয়ের মাস আর কিছুদিন পরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ৩০ লাখ শহীদের রক্ত ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে ৯ মাস রক্তক্ষয়ি যুদ্ধের মধ্যদিয়ে এসেছে এই স্বাধীনতা। আর যে মহান মানুষটির ডাকে সাড়া দিয়ে এদেশের মুক্তিকামী বীর সন্তানেরা যুদ্ধে ঝাপিয়ে পড়েছে। তিনি হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গতকাল ৪ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায়, জেলা প্রশাসক বরিশালের অফিস কক্ষে। তথ্য মন্ত্রণালয় এর পক্ষ থেকে এবার মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বরের পোস্টার গ্রহন করেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। এসময় পোস্টার হস্তান্তর করেন উপ-পরিচালক বিভাগীয় তথ্য অফিস বরিশাল, মুহাম্মদ হামীরুল আজম। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এই পোস্টার মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে লাগানোর জন্য বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে বরিশাল জেলার ১০ টি উপজেলায় পোস্টার বিতরণ করা হবে।