ভোলা জেলার চরফ্যাশন উপজেলার সড়ক ভবন মোড় স্থানে নসিমন গাড়ির চাপায় সাকিল(১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার বেলা আড়াইটায চরফ্যাশন ভোলা সড়কের ‘সড়ক ভবন’ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পরিবার সূত্রে জানা গেছে, বেলা আড়াইটার দিকে সাকিল নসিমনে করে জনতা বাজার এলাকা যাচ্ছিল।
সড়ক ভবন মোড় এলাকায় পৌছলে সড়কে রাখা তেলের ট্যাংককে সাইড দিতে গিয়ে নসিমনের চাপায়ই সাকিল গুরুত্বর জখম হয়।
গাড়ি ড্রাইবার সাকিলের অবস্থা মারাত্মক জখম দেখে গাড়ি রেখে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রাসহ ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
অবশেষে বিকেল সাড়ে ৫টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। ঘটনার ৮টা ঘন্টার পর নিহত সাকিলের পরিবার জানতে পারে সাকিল সড়ক দুর্ঘটনায় মারা গেছে।
সাকিল চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানার কচ্ছিপিয়া এলাকার ৪নং ওয়ার্ডের জসিম মাঝির ছেলে। চরফ্যাশন থানার ওসি শামসুল আরেফীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।