স্পোর্টস ডেস্ক :
আইপিএলের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। তারকা ক্রিকেটারদের নিয়ে প্রতিবারই ফেভারিটদের তালিকায় থাকে মুম্বাইয়ের নাম। সেই মুম্বাই কি না এবারের আসর শুরু করেছে হার দিয়ে। গেল আসরও ভালো কাটেনি তাদের। দলের এই পরিস্থিতি দুই বছর বাদে মুম্বাই শিবিরে ফিরেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। রোহিতদের চাঙ্গা রাখতে গতকাল শুক্রবারই মুম্বাই শিবিরে যোগ দিয়েছেন শচীন।
আজ শনিবার (৮ এপ্রিল) নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে মুম্বাই। ধোনির দলের বিপক্ষে স্বাভাবিকভাবেই অনেক কঠিন পরীক্ষা দিতে হবে মুম্বাইকে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে, শেষবার শচীনকে দেখা গিয়েছিল ২০১৯ আইপিএল ফাইনালে।ফের মুম্বাই শিবিরে দেখা গেল ভারতীয় ব্যাটিং গ্রেটকে।
এদিকে মুম্বাইয়ের ব্যাটিং কোচের ভূমিকায় থাকা কায়রন পোলার্ড বলেছেন, ‘আমাদের দলে ব্যাটসম্যান প্রচুর রয়েছে। সকলকেই প্রয়োজনের মুহূর্তে জ্বলে উঠতে হবে। বিশেষ কোনো এক ক্রিকেটারের পারফরম্যান্স নিয়ে মাথা ঘামানো উচিত নয়। তবে সবে আইপিএল শুরু হয়েছে। এই ছন্দহীনতা দল কাটিয়ে উঠবে।’
টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদবের ব্যাটিংয়ের দিকে মুখিয়ে থাকে সবাই। কিন্তু সেই সূর্যকুমার এখন ধারাবাহিক রানের খরায় ভুগছেন। এ ব্যাপারে পোলার্ড বলেছেন, ‘সকলের জীবনেই ভাল এবং খারাপ, দুই ধরনের দিনই আসে। সূর্যকে নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ার কারণ দেখছি না। শেষ আঠারো মাসে সূর্য কী ক্রিকেট খেলেছে, সেটাও কিন্তু সকলের মনে রাখা দরকার।’