ঝালকাঠি প্রতিনিধি:
মুক্তিযদ্ধের স্বপক্ষের অনলাইন সংবাদপত্র আলোকিত ঝালকাঠি’র বিশেষ মুদ্রিত সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্ত¡রে মোড়ক উন্মোচন করেন সাবেক শিল্পমন্ত্রী , ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রবীন রাজনীতিবিদ আমির হোসেন আমু। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) এমএম মাহমুদ হাসান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, চেম্বার অব কমার্সের সভাপতি সালাহ্উদ্দিন আহম্মেদ সালেক, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায়, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, সাধারণ সম্পাদক দুলাল সাহা, আলোকিত ঝালকাঠির সম্পাদক অলোক সাহাসহ বিভিন্ন শ্রেনী পেশা মানুষ উপস্থিত ছিলেন। শুরুতে আলোকিত ঝালকাঠির সম্পাদক অলোক সাহা সাবেক শিল্পমন্ত্রী , ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রবীন রাজনীতিবিদ আমির হোসেন আমুকে ফুলেল শুভেচ্ছ জানান। এসময় বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আলোকিত ঝালকাঠি কর্তৃপক্ষের কাছে আহবান জানান আমির হোসেন আমু।