বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

নির্বাচন কমিশনের আশ্বাসে বিশ্বাস করে প্রতারিত হয়েছি

নির্বাচন কমিশনের আশ্বাসে বিশ্বাস করে প্রতারিত হয়েছি

ডেস্ক রিপোর্ট :
দেশে পাঁচ সিটি করপোরেশনে অংশ নেওয়ার কথা জানিয়েছিল ইসলামী আন্দোলন। সেই অনুযায়ী, গাজীপুর, খুলনা ও বরিশাল সিটি নির্বাচনে অংশ নেয় দলটি। তবে, নির্বাচনে অংশ নিয়ে দলটি প্রতারিত হয়েছে বলে দাবি করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, ‘আমরা নির্বাচন কমিশনের আশ্বাসে বিশ্বাস করে প্রতারিত হয়েছি। সরকার আমাদের দেওয়া কথা রাখেনি।’

আজ সোমবার (১২ জুন) বরিশালের চাদমারিতে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চরমোনাই পীর।

সংবাদ সম্মেলনে মুফতি রেজাউল করিম বলেন, ‘সরকার পরিকল্পিতভাবে খুলনা ও বরিশালের সিটি নির্বাচনে নজিরবিহীন ভোট জালিয়াতি করেছে। এই দুই সিটি নির্বাচনে সরকার জনগণের রায় ছিনিয়ে নিয়েছে। আমরা নির্বাচন কমিশনের আশ্বাসে বিশ্বাস করে প্রতারিত হয়েছি। সরকার আমাদের দেওয়া কথা রাখেনি।’

এদিকে, খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যানের পাশাপাশি সিলেট এবং রাজশাহী নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। একইসঙ্গে ভোট জালিয়াতির অভিযোগ এনে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বরিশাল সিটি নির্বাচনের মেয়র পদপ্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, ‘আমরা রাজপথে নেমেছি, আমার রক্ত ঝরেছে। এ সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরব না। আমাদের তীব্র আন্দোলনেই এই জালেম সরকার ও জালেম বাহিনীর পতন ঘটবে।’

নিজের রক্তাক্ত শরীর সাংবাদিকদের দেখিয়ে ফয়জুল করিম বলেন, ‘আমার গায়ে সরকারের লোকেরা হাত দিয়েছে ও রক্তাক্ত করেছে। আমি একজন মুরব্বি, একজন আলেম। আমার দাঁড়ি পেকেছে। এরপরও তারা আমাকে এতটুকু সম্মানও করল না। এত জানোয়ার, এতটা পিচাশ ও নিকৃষ্ট হতে পারে এরা।’

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech