কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, আব্দুল হাই ট্রাস্ট’র প্রতিষ্ঠাতা ও ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সমাজসেবক আব্দুল হাই হাওলাদার আর নেই। মঙ্গলবার সকাল ৯টার সময় লতাচাপলী ইউনিয়নের নয়ামিশ্রিপাড়া গ্রামের তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজিউন)। তিনি স্ত্রী পুত্র,কণ্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আসর নামাজ বাদ তাঁর প্রতিষ্ঠিত মিশ্রিপাড়া ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষানুরাগী এ মানুষটির মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শোক প্রকাশ করেছে।