চরফ্যাসন:
চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নে গতকাল বিকেলে মাঠ দিবস পালন করা হয়েছে। অর্থ বছরের স্মল হোল্ডার এগ্রিকালচালরাল কম্পিটিটিভনেস প্রকল্পের খরিপ/১৯ইং মৌসুমের আওতায় ফলবাগান প্রদর্শণীর দেখানোর জন্য এই আয়োজন করা হয়। কৃষিসম্প্রসারণ এই অনুষ্ঠানের আয়োজন করেন। ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্বহালিমাবাদ গ্রামের আকতার মহাজনের প্রদর্শণী প্লটে এ অনুষ্ঠান করা হয়। এতে পূর্বহালিমাবাদ গ্রামের ৪০জনের মত কৃষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা কৃষিবিদ মো.আবু হাসনাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি,ক্রপস উইং ঢাকা খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো.আলীমুজ্জামান মিয়া দিক নির্দেশনা মূলক বক্তব্যে দেন। খাল খননের কৃষকদের প্রাণের দাবীটি বাস্তবায়নেরও আশ^াস দেন। ওই সময় বিশেষ অতিথি হিসাব কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি ভোলা উপ-পরিচালক শ্রী বিনয় কৃষ্ণ দেবনাথ উপস্থিত ছিলেন। ব্লোক উপসহকারী কৃষি কর্মকর্তা সমির চন্দ্র মজুমদারের উপস্থাপনা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চিত্ত রঞ্জন দাস,শাখা উন্নয়ন কর্মকর্তা ঠাকুর চন্দ্র দেবনাথ প্রমুখ।
ছবিঃ সংযুক্ত
ক্যাপশনঃ চরফ্যাশনের হালিমাবাদ গ্রামে মাঠ দিবস অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রধান অতিথি,ক্রপস উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা খামার বাড়ি অতিরিক্ত পরিচালক মো.আলীমুজ্জামান মিয়াসহ মঞ্চে অতিথিবৃন্দরা