বোরহানউদ্দিন প্রতিনিধি:
“হে বিশ্ববাসী সুন্দর পৃথিবীতে শান্তিতে বাঁচতে দাও” আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন ভোলা জেলা কমিটির উদ্যোগে পালিত হলো বিশ্ব মানবাধিকার দিবস ২০১৯ ইং।
ভোলা জেলা আসক ফাউন্ডেশন কমিটির সম্মানিত সভাপতি এ্যাডভোকেট মোঃ সালাউদ্দিন আহমেদ প্রিন্স এর নেতৃত্বে আসক ফাউন্ডেশন ভোলা জেলা কমিটির সম্মানিত সদস্য বৃন্দের উপস্থিতি এবং সাধারণ জনগনের উপস্থিতিতে এক বর্ণাঢ্য রেলী ভোলা জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে শুরু হয়ে জেলা পরিষদের সামনের রাস্তা হয়ে প্রেসক্লাবের সম্মুখ দিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে আইনজীবী ভবনের সামনে এসে রেলী শেষ হয়।
রেলী শেষে আসক ফাউন্ডেশন ভোলা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মোঃ জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক এ্যাডঃ মাহবুবুর রহমান এবং সভাপতি এ্যাডঃ মোঃ সালাউদ্দিন আহমেদ প্রিন্স সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মহিউদ্দিন আজিম, প্রচার সম্পাদক এ্যাডভোকেট শাহীন কাদের, এ্যাডঃ মোঃ আল মামুন, শিক্ষক মোঃ তরিকুল ইসলাম সহ আরও অনেকে।