মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
মেহেন্দিগঞ্জে ৫টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৩ জন আটক, ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা। গতকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা অভিযান পরিচালনা করা হয়। পাতারহাট বন্দরের হলি ডায়াগনষ্টিক সেন্টার, গ্রীন এ্যাপোলে ডায়াগনষ্টিক সেন্টার, আদর্শ বীজ ভান্ডার, একটি পলিথিনের গোডাউন ও ১টি সুতার দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান চালানো হয়। হলি ডায়াগনষ্টিক সেন্টারের পরীক্ষা-নিরিক্ষায় অব্যবস্থাপনা ও যন্ত্রপাতির ত্র“টি থাকায় মালিক মোঃ জসিম উদ্দিনকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড, টেকনিশিয়ান আলী আকবরকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেণ, গ্রীন এ্যাপোলো ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে সেখানেও পরীক্ষা-নিরিক্ষায় ত্র“টি পাওয়ায় মালিক মোঃ মোস্তফা কামালকে ৪০ হাজার টাকা ও টেকনিশিয়ান বিথিকে ২০ হাজার টাকা জরিমানা করেণ। আদর্শ বীজ ভান্ডারে অভিযান চালিয়ে অবৈধ সাড়ে ৪শ কেজি পলিথিন জব্ধ করা হয় এবং মালিক মনির হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া আরো একটি পলিথিনের দোকানে অভিযান চালিয়ে অবৈধ পলিথিন পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একটি সুতার দোকানে অবৈধ কারেন্ট জাল পাওয়ায় মালিক শ্রীচরণ দেবনাথকে ৫ হাজার টাকা জরিমানা করেন। দিনব্যাপী অভিযান পরিচালনা করেণ বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ও র্যাব-৮ এর মেজর খান সজিবুল ইসলাম এর যৌথ নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।