ডেস্ক রিপোর্ট :
২০২৩ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে বলে গত মাসে জানিয়েছিল ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এই পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করেন কিছু পরীক্ষার্থী। তবে, পেছানো হচ্ছে না এই পরীক্ষা। পূর্ব নির্ধারিত সময়েই হবে এটি।
আজ মঙ্গলবার (৮ আগস্ট) এক সংবাদ সম্মেলন এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘পূর্ব নির্ধারিত তারিখেই অর্থাৎ ১৭ আগস্ট থেকে এইচএসসি ও সমমনানের পরীক্ষা শুরু হবে। প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।’