বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’র সমাপনী অনুষ্ঠিত

বরিশালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’র সমাপনী অনুষ্ঠিত

বরিশাল:
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ- ২০২৩ আজ আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।
আজ (০৮ অক্টোবর) বিকেল ৪ টায় বরিশাল জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি জেলা কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই। এসময় তিনি শিশুর প্রতি দায়িত্বশীল সকলকে সচেতনতার পাশাপাশি শিশুর মানসিক উন্নয়ন ও বিকাশে সংশ্লিষ্ট সকলকে অধিকতর উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন।
এসময় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে চিত্রাংকন, কুইজ ও ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বিজয়ী ৪৪ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন চার ও সুবিধা বঞ্চিত ছয় শিশু ছিল।
উল্লেখ্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালন করে থাকে। একই সাথে শিশুর অধিকার, সুরক্ষা এবং শিশুর উন্নয়ন ও বিকাশে সংশ্লিষ্ট সকলকে অধিকতর উদ্যোগী ও সচেতন করার লক্ষ্যে ২ থেকে ৮ অক্টোবর পর্যন্ত পালন করা হয় শিশু অধিকার সপ্তাহ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech