বরিশাল রেঞ্জের সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম।
সোমবার (৯ অক্টোবর) সকাল ১০ টায় বরিশাল রেঞ্জের ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম এর সভাপতিত্বে বিগত মাসের বরিশাল রেঞ্জাধীন সকল জেলার অপরাধ ও আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট পুলিশ সুপারদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর মাসে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মোস্ট ওয়ান্টেড পলাতক আসামী গ্রেফতারসহ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের মাঝে ক্রেস্ট, সনদপত্র বিতরণ এবং আর্থিক প্রণোদনা প্রদান করা হয়।
সভায় সেপ্টেম্বর মাসের সার্বিক কার্যক্রমে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম।
এছাড়াও বিশেষ পুরস্কার পান ভোলা জেলার পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান, বিপিএম ও পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান। ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটনে সহায়তার জন্য বিশেষ পুরস্কার পান মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, পটুয়াখালী; বিশেষ পুরস্কার (উদ্ধারে তদারকির জন্য) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, পটুয়াখালী
সভায় অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিনান্স), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, বরিশাল; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, বরিশাল; অধিনায়ক, এপিবিএন-১০; বরিশাল রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ; কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বরিশাল; কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, পিরোজপুর; পুলিশ সুপার, নৌ পুলিশ, বরিশাল অঞ্চল; পুলিশ সুপার, পিবিআই, বরিশাল; বিশেষ পুলিশ সুপার, সিআইডি, বরিশালসহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।