বাকেরগঞ্জ প্রতিনিধি:
২০১৮-২০১৯ অর্থবছরে বরিশাল জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নির্বাচিত হয়েছেন বাকেরগঞ্জের এসিল্যান্ড মো. তরিকুল ইসলাম উজ্জ্বল। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতিশীলতা আনা, ভূমি রাজস্ব আদায়ে সফলতাসহ বার্ষিক পারফরম্যান্স বিবেচনায় তাকে এ স্বীকৃতি দেয় বরিশাল জেলা প্রশাসন। গত ২৫ আগস্ট জেলা প্রশাসক কার্যালয়ে এক অনুষ্ঠানে এসিল্যান্ড মো. তরিকুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন জেলা প্রশাসক এস,এম, অজিয়র রহমান। মাঠ পর্যায়ে ভূমি সেবা প্রদানে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে তাকে এ সম্মাননা দেয়া হয় বলে জানান জেলা প্রশাসক। বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও উপজেলা নির্বাহী অফিসার বাকেরগঞ্জ সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম। এসিল্যান্ড’কে অভিনন্দন জানিয়েছেন উপজেলার সর্বস্তরের জনগণ।