বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

অবরোধে ঢাকা ও পার্শ্ববর্তী জেলায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

অবরোধে ঢাকা ও পার্শ্ববর্তী জেলায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেস্ক রিপোর্ট :
বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধ আজ রোববার (৫ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও পার্শ্ববর্তী জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৭ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আধাসামরিক বাহিনীর আরও ১০ প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

অবরোধের প্রথম পর্বের মতো ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও আনসারের পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

তিন দিনের দেশব্যাপী অবরোধের পর বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা আরেকটি ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ আজ সকাল থেকে শুরু হয়েছে।

আজ সকাল ৬টা থেকে শুরু হওয়া অবরোধ শেষ হবে মঙ্গলবার সকাল ৬টায়।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech