ডেস্ক রিপোর্ট :
বাংলা চলচ্চিত্রকে স্বমহিমায় প্রস্ফুটিত করতে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন বলেছেন, চলচ্চিত্র মাটি ও মানুষের কথা বলে। মানুষের স্বপ্ন ও সাধনাকে সেলুলয়েডে বন্দি করে পর্দায় ফুটিয়ে তোলে। আগামীকাল মঙ্গলবার (১৩ নভেম্বর) জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান উপলক্ষে আজ সোমবার এক বাণীতে তিনি এসব কথা বলেন।
পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী, নির্মাতা, প্রযোজক, পরিবেশক, দর্শকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মো. সাহাবুদ্দিন বলেন, ‘আমি বিশ্বাস করি, দেশে সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সংশ্লিষ্ট সবাইকে অনুপ্রেরণা ও উৎসাহ জোগাবে। অমিত শক্তিশালী গণমাধ্যম চলচ্চিত্র মানুষকে আনন্দ দেয়, ইতিহাস-ঐতিহ্য এবং আশা-আকাঙ্খা তুলে ধরে মানুষকে দেশপ্রেমে উজ্জীবিত করে। একটি ভালো চলচ্চিত্র মানবিক গুণাবলির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে। এ ছাড়া চলচ্চিত্র মাটি ও মানুষের কথা বলে, মানুষের স্বপ্ন ও সাধনাকে সেলুলয়েডে বন্দি করে পর্দায় ফুটিয়ে তোলে। চলচ্চিত্রের অপরিমেয় শক্তির কথা অনুধাবন করেই স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তদানীন্তন প্রাদেশিক সরকারের শিল্প, বাণিজ্য ও শ্রমমন্ত্রীর দায়িত্ব পালনের সময় ১৯৫৭ সালের ২৭ মার্চ প্রাদেশিক পরিষদে ইপিএফডিসি বিল উপস্থাপন করেন। যা সে বছরের ৩ এপ্রিল পাস হয়। জাতির পিতার এ উদ্যোগের ধারাবাহিকতায় বাংলা চলচ্চিত্রের অগ্রযাত্রার একটি মাইলফলক হিসেবে ঢাকায় প্রতিষ্ঠিত হয় আজকের বিএফডিসি।’
রাষ্ট্রপতি বলেন, ‘আমি আশা করি, সরকারের পাশাপাশি চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী, নির্মাতা, প্রযোজক, পরিবেশক, দর্শকসহ সংশ্লিষ্ট সবার উদ্যোগে বাংলা চলচ্চিত্র স্বমহিমায় প্রস্ফুটিত হবে।’ রাষ্ট্রপতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন।