বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

ভোটের তারিখ নির্ধারণে নির্বাচন কমিশনে সভা শুরু

ভোটের তারিখ নির্ধারণে নির্বাচন কমিশনে সভা শুরু

ডেস্ক রিপোর্ট :
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এ উপলক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণে কমিশন ২৬তম কমিশন সভায় বসেছেন। আজ বিকেল পাঁচটায় এ সভা শুরু হয়।

আজ বুধবার বিকেল চারটা ৫০ মিনিটের পর সিইসির কক্ষে একে একে প্রবেশ করেন চারজন নির্বাচন কমিশনার। এসময় প্রবেশ করে ইসি সচিব মো. জাহাংগীর আলমও।

এর আগে সকালে ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ‘আজ বিকেল ৫টায় বর্তমান কমিশনের ২৬তম সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হবে। সেই অনুযায়ী সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার সরাসরি ভাষণ প্রদান করবেন। সেই ভাষণেই তিনি সমগ্র দেশবাসীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল জানিয়ে দেবেন।’

নির্বাচন কমিশন সচিবালয়ের নিরাপত্তা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘এ বিষয়টি দেখবে আইনশৃঙ্খলা বাহিনী। আমি তাদেরকে অনুরোধ রেখেছি, তারা কী কৌশল নিয়েছেন, তা তারা বলতে পারবেন।’

নির্বাচনের পরিবেশ নিয়ে ইসির পর্যবেক্ষণ জানতে চাইলে জাহাংগীর আলম বলেন, ‘রাজনৈতিক বিষয়গুলো নিয়ে প্রশ্ন করলে, আমরা বিব্রত হই। এটা রাজনৈতিক ইস্যু। আমরা বারবার বলেছি, নির্বাচন কমিশন মনে করে, তফসিল ঘোষণার মতো পরিবেশ আছে।’

তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলো প্রচারণা শুরু করতে পারবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘রাজনৈতিক দলগুলো প্রতীক বরাদ্দের পর থেকে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত প্রচারণা চালাতে পারবে। তবে, এরপর রাজনৈতিক দলগুলো তাদের কার্যক্রম চালাতে পারবে।’

আজ সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ সম্প্রচার করতে গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়ে ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ‘গণমাধ্যমের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের সঙ্গে লিংক আপ করে আপনারা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করবেন।’

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech