বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

ছাত্রলীগ সভাপতির হয়ে পরীক্ষা দিতে গিয়ে কারাগারে যুবক

ছাত্রলীগ সভাপতির হয়ে পরীক্ষা দিতে গিয়ে কারাগারে যুবক

শরীয়তপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সোহাগ ব্যাপারী চলতি স্নাতক প্রথম বর্ষের পরীক্ষার্থী। তবে সশরীরে পরীক্ষায় অংশ নিচ্ছেন না তিনি। তার পক্ষে পরীক্ষা দিতে গিয়ে হাসেম হাওলাদার (২৪) নামে এক যুবক আটক হয়েছেন। প্রক্সি দেয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ওই যুবককে এক বছরের কারাদণ্ড দেন। বুধবার বিকেলে শরীয়তপুর সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শরীয়তপুর সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের অনিয়মিত শিক্ষার্থী সোহাগ ব্যাপারী। তিনি ওই কলেজ শাখা ছাত্রলীগের কমিটির সভাপতি। গত ২৪ নভেম্বর থেকে তার স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। পরীক্ষার কেন্দ্র পড়ে স্থানীয় সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে। সোহাগ ব্যাপারী অসুস্থ দেখিয়ে আলাদা কক্ষে পরীক্ষা দেয়ার সুযোগ চেয়ে কেন্দ্র সচিবের কাছে আবেদন করেন। অসুস্থতার পক্ষে চিকিৎসকের কাগজপত্র দেখে শরীয়তপুর সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ কেন্দ্রের সচিব তাকে আলাদা কক্ষে বসে পরীক্ষা দেয়ার সুযোগ দেন। এ সুযোগ কাজে লাগিয়ে তিনি হাসেম হাওলাদারকে দিয়ে তার পক্ষে পরীক্ষা দেয়াচ্ছিলেন।

বুধবার দর্শন পরীক্ষা দেয়ার সময় বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে আসে। তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি জেলা প্রশাসনকে জানান। খবর পেয়ে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মাহাবুব রহমান পরিদর্শনে গিয়ে পরীক্ষার্থী সোহাগ ব্যাপারীকে না পেয়ে তার পরিবর্তে বহিরাগত হাসেম হাওলাদারকে পরীক্ষা দিতে দেখেন। এ সময় ইউএনও তার কাছে নাম-ঠিকানা জানতে চাইলে তিনি নিজেকে সোহাগ ব্যাপারী বলে পরিচয় দেন। এ সময় কাগজপত্র ও প্রবেশপত্রের ছবির সঙ্গে মিল না থাকায় হাসেম হাওলাদারকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্ত হাসেম হাওলাদারের বাড়ি সদর উপজেলার চরপাতানিধি গ্রামে।

এ বিষয়ে জানতে সোহাগ ব্যাপারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে।

শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসীন মাদবর বলেন, ছাত্রলীগ কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেয় না। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ বলেন, সোহাগ হাওলাদার আমাদের কলেজের অনিয়মিত ছাত্র হিসেবে পরীক্ষা দিচ্ছে। অন্যান্য শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech