ডেস্ক রিপোর্ট :
রাজধানী ঢাকাসহ সারা দেশে ২৪ ঘণ্টায় মোট আটটি যানবাহনে আগুন দেওয়ার তথ্য পেয়েছে ফায়ার সার্ভিস। আজ সোমবার (৪ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল রোববার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত এই আগুন দেওয়ার ঘটনাগুলো ঘটে।
দুর্বৃত্তরা যানগুলোতে অগ্নিসংযোগ করেছে বলে জানিয়েছে সংস্থাটি। এ ছাড়া আগুনের ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে যানবাহনে আগুনের এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা সিটিতে দুটি, গাজীপুর দুটি এবং চট্টগ্রাম, সিরাজগঞ্জ, বগুড়া ও নাটোরে একটি করে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় চারটি বাস ও দুটি ট্রাক, একটি কাভার্ডভ্যান ও একটি পিকআপ ক্ষতিগ্রস্ত হয়।
যানবাহনের এসব আগুন নির্বাপণে করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৪ ইউনিট ও ৮০ জন জনবল কাজ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।