বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

দেশের বাজারে সোনার সঙ্গে বেড়েছে রুপার দামও

দেশের বাজারে সোনার সঙ্গে বেড়েছে রুপার দামও

ডেস্ক রিপোর্ট :
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। সোনার সঙ্গে এবার রুপার দামও বেড়েছে। আজ সোমবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনা ও রুপার এই মূল্যবৃদ্ধির কথা জানিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ দফায় ভরিপ্রতি সর্বোচ্চ এক হাজার ১৬৭ টাকা দাম বেড়েছে। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে এক লাখ ৯ হাজার ২৯২ টাকা।

সোনার সঙ্গে এবার রুপার দামও বেড়েছে। ফলে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম হয়েছে ২ হাজার ১০০ টাকা। আজ সোমবার পর্যন্ত বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ছিল এক হাজার ৭১৫ টাকা।  নতুন দর আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর হবে।

চলতি বছরের ২০ জুলাই দেশের ইতিহাসে প্রথমবারের মতো ২২ ক্যারেট সোনার দাম লাখ টাকা ছাড়িয়ে যায়। তখন ভালো মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছিল এক লাখ ৭৭৭ টাকা। মাঝখানে মূল্যবান এই ধাতুর দাম কিছুটা কমলেও পরে আবারও সোনার দাম ভরিতে লাখ টাকা ছাড়িয়ে যায়।

গত ৩০ নভেম্বর সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়েছিল। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়ায় এক লাখ ৯ হাজার ৮৭৫ টাকায়, যা ছিল দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, আগামীকাল থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হবে এক লাখ ৯ হাজার ২৯২ টাকা। আর হলমার্ক করা ২১ ক্যারেট সোনার দাম এক হাজার ১০৮ টাকা বেড়ে ভরিপ্রতি এক লাখ ৪ হাজার ৩৩৪ টাকা হবে।

এ ছাড়া ১৮ ক্যারেট সোনার দাম ভরিতে বেড়েছে ৯৩৪ টাকা। তাতে এই মানের সোনার নতুন দাম হবে ভরিপ্রতি ৮৯ হাজার ৪০৫ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ৮১৭ টাকা বেড়ে প্রতি ভরির দাম হবে ৭৪ হাজার ৫৩৩ টাকা।

এদিকে দীর্ঘ সময় এক দামে স্থির থাকলেও এ দফায় রুপার দামও বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলার্স সমিতি। আগামীকাল থেকে রুপার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ৩৮৫ টাকা বাড়ানো হয়েছে। তাতে ভালো মানের, অর্থাৎ হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম হয়েছে দুই হাজার ১০০ টাকা।

পাশাপাশি হলমার্ক করা ২১ ক্যারেট রুপার দাম ৩৭৩ টাকা বেড়ে ভরিপ্রতি ২ হাজার ছয় টাকা হয়েছে। ১৮ ক্যারেট রুপার দাম ভরিতে বেড়েছে ৩১৫ টাকা। তাতে এই মানের রুপার নতুন দাম হবে ভরি প্রতি এক হাজার ৭১৫ টাকা। আর সনাতন পদ্ধতির রুপার দাম ২৩৩ টাকা বেড়ে প্রতি ভরির দাম হবে এক হাজার ২৮৩ টাকা।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech