লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে গৃহবধুকে রাতভর নির্যাতনের পর সকালে বিষপান করা অবস্থায় হাসপাতালে এনে পালিয়ে যায় স্বামী মনজু। শুক্রবার সকাল সোয়া ৮টায় জান্নাত নামের ওই গৃহবধু হাসপাতালে মৃত্যু বরণ করে। তার বাবা আ: করিম চট্টগ্রামে থাকে। তাদের বাড়ি ধলীগৌরনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কুমারখালী গ্রামে।
জান্নাতের চাচা আব্দুর রহিম জানান, ৯ বছর আগে পাশ্ববর্তী চতলা গ্রামের মনজুর সাথে জান্নাতের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে মমিন নামে ৫ বছরের এক ছেলে আছে। কিন্তু জান্নাতের স্বামী মনজু প্রায় তাকে মারধর করতো। বৃহস্পতিবার রাতেও তাকে বেধম মারধর করে। শুক্রবার সকাল পোনে ৮টায় জান্নাতকে বিষপান করা অবস্থায় লালমোহন হাসপাতালে নিয়ে আসে মনজু। পরে তার মৃত্যু হলে হাসপাতালে লাশ রেখে পালিয়ে যায়।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, হাসপাতাল থেকে লাশ পোস্টমর্টেমের জন্য ভোলায় নেয়া হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে একটি ইউডি মামলা হবে।