ডেস্ক রিপোর্ট :
সংসদ নির্বাচনে দুর্গম এলাকার ভোটের ফলাফল ভেরিফায়েড হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (১ জানুয়ারি) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান নির্বাচন কমিশনের এ সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়টি তুলে ধরে ফলাফল দ্রুত পাঠানোর বিষয়ে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে ২৫ জেলার ৭২টি এলাকাকে দুর্গম বিবেচনা করেছে ইসি। এসব অঞ্চল বিবেচনায় আজ চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি পার্বত্য জেলা, পদ্মা, মেঘনা, যমুনা তীরবর্তী জেলা-উপজেলা, সমুদ্র তীরবর্তী উপকূলীয় জেলা-উপজেলার ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনি দ্রব্যাদিসহ ভোটগণনার বিবরণী রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারের কাছে ট পৌঁছাতে বিলম্ব হতে পারে। এ ধরনের ‘ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত ওয়্যারলেসে প্রাপ্ত বার্তা এবং সহকারী রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের Verified WhatsApp এর মাধ্যমে প্রাপ্ত ভোটগণনার বিবরণীর ইমেজ কপি প্রেরণ ও গ্রহণের মাধ্যমে দ্রুততার সাথে বেসরকারি প্রাথমিক ফলাফল প্রস্তুত ও পরিবেশন/ঘোষণার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন।’
এর আগে সোমবার দুপুরে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপের অগ্রগতি তুলে ধরে ইসি সচিব জাহাংগীর আলম জানিয়েছিলেন, ৭ জানুয়ারির ভোটের দিন মাঝারি শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে৷ ফলে চরাঞ্চল থেকে কুয়াশার কারণে ফলাফলের লিখিত তথ্যের কাগজ আসতে দেরি হতে পারে। এজন্য ফল সংগ্রহে বিকল্প ব্যবস্থার কথা ভাবা হচ্ছে।
ইসি সচিব বলেন, ‘দুর্গম এলাকায় ভেরিফাইড হোয়াটসঅ্যাপে যেন তথ্য নিয়ে বেসরকারি ফলাফল ঘোষণা করা যায় সে চিন্তাভাবনা চলছে।…কোনো কারণে ফলাফল পাঠাতে না পারলে ভোটের পারসেন্টেজে গরমিল হয়ে যেতে পারে। তবে সম্ভব হলে আমরা জানাব। আমরা সেখানে বিজিবি, পুলিশের ওয়ারলেস নেটওয়ার্ক ব্যবহার করব।’