বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় মৃত্যু পাঁচ হাজার : বিআরটিএ

২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় মৃত্যু পাঁচ হাজার : বিআরটিএ

ডেস্ক রিপোর্ট :
দেশে গত বছর (২০২৩ সালে) সড়ক দুর্ঘটনা ঘটেছে পাঁচ হাজার ৪৯৫টি। এতে পাঁচ হাজার ২৪ জন নিহত হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

বিআরটিএ চেয়ারম্যান জানান, শুধু গত মাসেই (ডিসেম্বর) ৪৮৩ সড়ক দুর্ঘটনায় ৬৪১ জন মারা গেছে। ওই মাসে সবচেয়ে বেশি নিহত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নিহতের সংখ্যা ৮৮ জন। চট্টগ্রাম বিভাগে নিহতের সংখ্যা ৭৯ জন, রাজশাহী বিভাগে ৬৩ জন, খুলনা বিভাগে ৪৯ জন, বরিশালে ২৮ জন, সিলেটে ২৪ জন, রংপুরে ৫৪ জন, ময়মনসিংহে ৪৮ জন। সবচেয়ে বেশি নিহত হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়, যা শতকরা ২৫ দশমিক ৩৯ শতাংশ।

বিভিন্ন সংস্থার প্রতিবেদন তুলে ধরে নুর মোহাম্মদ মজুমদার জানান, ২০২৩ সালে বিআরটিএর রিপোর্ট অনুযায়ী ৫৪৯৫টি সড়ক দুর্ঘটনায় ৫০২৪ জন। তবে বাংলাদেশ পুলিশের রিপোর্ট অনুযায়ী, ৫০৯৩ সড়ক দুর্ঘটনায় ৪৪৭৫ জন, রোড সেফটি ফাউন্ডেশনের রিপোর্ট অনুযায়ী ৬৯১১ সড়ক দুর্ঘটনায় ৬৫২৪ জন এবং বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির রিপোর্ট অনুযায়ী ৬২৬১ সড়ক দুর্ঘটনায় ৭৯০২ জন নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech