মোঃ শাহাজাদা হীরা:
আজ ১৪ ডিসেম্বর শনিবার সকাল ১০ টার দিকে, বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায়। বরিশাল নগরীর জর্ডান রোড এলাকায় ক্লিনিক ও ল্যাবরেটরিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ নাজমূল হুদা।মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। এসময় অভিযান চালিয়ে নগরীর জর্ডন রোডস্থ দি সেন্ট্রাল মেডিকেল সার্ভিসেস কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাস জেল প্রদান করা হয়। অপরদিকে সদর রোড এলাকায় ইউনিক মেডিকেল সার্ভিস কে ভোক্তা সংরক্ষণ অধিকার আইন, ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী ৩০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন এর প্রতিনিধি ডাঃ মুন্সি মুবিনুল হক।এসময় আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করেন র্যাব-৮ এর ক্যাপ্টেন খালেদ মাহমুদ ও এএসপি জনাব মুকুর চাকমাসহ র্যাব-৮ সদস্যরা। দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।