বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ

ডেস্ক রিপোর্ট :
টঙ্গীর তুরাগ তীরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ। শনিবার (৩ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর থেকেই বয়ান শুরু হয়েছে। সকাল থেকে বয়ান করছেন দিল্লির মাওলানা আব্দুর রহমান। এটি বাংলায় তর্জমা করছেন বাংলাদেশি মাওলানা আব্দুল মতিন।

বয়ানে নিজের মধ্যে দ্বীন প্রতিষ্ঠা করা এবং দ্বীনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পদ্ধতি এবং বিশ্বের মুসলমানদের কীভাবে ঐক্যবদ্ধ করা যায়, সেসব বিষয়ে আলোচনা করা হচ্ছে।

বয়ানের পর তাবলীগ জামাতের দ্বিতীয় দিনের কর্মসূচিতে রয়েছে ইজতেমার ময়দানের আলেম, মাদরাসা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বিশেষ বয়ানের ব্যবস্থা। এদিন বাদ আসর ইজতেমা মাঠের মূল মঞ্চের পাশে যৌতুকবিহীন গণবিয়ের আয়োজন করা হবে। ইজতেমার মাঠের গণবিয়ের আয়োজনে ব্যাপক আগ্রহ রয়েছে তাবলিগের সাথীদের।

ইজতেমা ময়দানে এ পর্যন্ত সাতজন মুসল্লি মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে মারা গেছেন তিনজন মুসল্লি। ইজতেমা ময়দানে জানাজা শেষে তাদের মরদেহ নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

দেশি-বিদেশি মুসল্লিদের ঢল নেমেছে বিশ্ব ইজতেমার ময়দানে। ইতোমধ্যে ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা এসেছেন। এ ছাড়া বিদেশিদের খিত্তাগুলোতে এ পর্যন্ত প্রায় দুই হাজার অন্য দেশ থেকে আগত মুসল্লি অবস্থান করছেন। প্রায় ৭০টি দেশের মুসল্লি এই ইজতেমায় অংশ নিতে এসেছেন বলে জানিয়েছে পুলিশ। আগামীকাল রোববার বেলা ১১টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গতকাল শুক্রবার টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে দেশের জুমার নামাজের সর্ববৃহৎ জামাতে অংশগ্রহণ করেছেন লাখ লাখ মুসল্লি। দুপুর ১টা ৫১ মিনিটে জুমার নামাজ শেষ হয়। কাকরাইল মারকাজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের নামাজে ইমামতি করেন। দুপুর ১টা ৩৮ মিনিটে খুতবা শুরু হয়।

দেশের বৃহত্তম জুমার নামাজে শরিক হয়েছেন ঢাকা, গাজীপুরের বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে লাখ লাখ মুসল্লি। আয়োজকদের ধারণা, প্রায় ১০ লাখ মুসল্লি শরিক হয়ে জুমার নামাজ আদায় করেছেন। ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান বিষয়টি জানিয়েছেন।

আগে থেকে ময়দানে জড়ো হওয়া লাখো মুসল্লির সঙ্গে যোগ দিতে ইতোমধ্যে অনেকে টঙ্গী ও আশপাশের এলাকায় অত্মীয়-স্বজনের বাসায় অবস্থান নিয়েছিলেন। প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শুরুর দুদিন আগে বুধবার থেকেই মুসল্লিরা ময়দানে স্থান না পেয়ে ময়দানের আশপাশের বিভিন্ন অলিগলি, ফুটপাত, সড়ক ও আশপাশের খোলা জায়গায় অবস্থান নেন। মুসল্লির আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ইজতেমা ময়দান।

তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। তাবলিগের আমির মাওলানা সাদ কান্ধলভীর বিরোধী পক্ষ মাওলানা জুবায়েরের অনুসারীরা ইজতেমা করছেন ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি। চারদিন বিরতির পর সাদ কান্ধলভীর অনুসারীরা ইজতেমা করবেন ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech