বরিশালের উজিরপুর উপজেলায় বরিশাল-ঢাকা মহাসড়কের সানুহার নামক স্থানে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধ (৭০) নিহত হয়েছে। আজ সোমবার সকালে সড়ক থেকে মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশ।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আতিয়ার রহমান জানান, সোমবার ভোরের দিকে অজ্ঞাত নামা একটি যানবাহন এই বৃদ্ধকে চাপা দিয়ে পালিয়ে যায়। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলো বলে স্থানীরা জানিয়েছেন। তবে নিহত বৃদ্ধের পরিচয় জানা যায়নি। পরিচয় জানতে আশপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।##