বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বাংলাদেশ-শ্রীলঙ্কা ফাইনাল সোমবার

বাংলাদেশ-শ্রীলঙ্কা ফাইনাল সোমবার

ডেস্ক রিপোর্ট :
টি-টোয়েন্টি সিরিজের মতো ওয়ানডে সিরিজের শেষটাও পরিণত ফাইনালে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে দুদলের জয় একটি করে। বাংলাদেশ-শ্রীলঙ্কা শেষ ওয়ানডেতে আগামীকাল সোমবার (১৮ মার্চ) যারা জিতবে, সিরিজের শিরোপা উঠবে তাদের হাতে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতেও একটা সময় মনে হয়েছিল ম্যাচ বাংলাদেশই জিতবে। তবে, সেখান থেকে নিজেদের নিয়ন্ত্রণে ম্যাচ নিয়ে নেয় সফররত শ্রীলঙ্কা। পরবর্তীতে জয়ের বন্দরে নোঙর ফেলে দলটি। সিরিজে আসে ১-১ সমতা। শেষ ওয়ানডেতে তাই জয়ের বিকল্প নেই দুদলের কারও হাতেই।

শেষ ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে এসেছে দুটি পরিবর্তন। চোটের কারণে ছিটকে পড়েছেন পেসার তানজিম সাকিব। তার বদলি হিসেবে ডাক পেয়েছেন আরেক পেসার হাসান মাহমুদ।

অন্যদিকে, লিটন দাস বাদ পড়েছেন ফর্মহীনতায়। তার পরিবর্তে স্কোয়াডে সুযোগ মিলেছে টি-টোয়েন্টিতে দারুণ খেলা জাকের আলী অনিকের। বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কাও চোটের কারণে শেষ ম্যাচে পাচ্ছে না পেসার দিলশান মাদুশাঙ্কাকে। হ্যামস্ট্রিং চোটে সিরিজের মাঝপথেই দেশে ফিরে যাচ্ছেন তিনি।

দ্বিতীয় ওয়ানডের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, ব্যর্থতা ভুলে দলের চোখ পরের ম্যাচে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে আজ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও জানালেন অভিন্ন কথা। শেষ ম্যাচে জয় ছাড়া অন্যকিছু ভাবছে না বাংলাদেশ। জিততে হলে প্রয়োজন দলগত পারফরম্যান্স।

মিরাজ বলেন, ‘ক্রিকেট দলগত খেলা। ম্যাচ হারলে আপনি দুই-একজনকে দোষারোপ করতে পারবেন না। সবাই যখন একসঙ্গে অবদান রাখে, তখন জয়ের পথটা সহজ হয়। আমরাও একটি দল হয়ে খেলছি। উইকেটও বেশ ভালো। আমাদের খেলার উন্নতি হচ্ছে, এটি খুব ইতিবাচক।’

বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech