ডেস্ক রিপোর্ট :
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উদয়পুর সীমান্ত সড়কে একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৯ শ্রমিক নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এ সময় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
আজ বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার।
ইউএনও বলেন, ‘সাজেক ইউনিয়নের উদয়পুর এর নব্বই ডিগ্রি এলাকায় একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে ছয় শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয় এবং আরও আটজন আহত হয়। পরে আহতদের মধ্য থেকে আরও তিনজন মারা যায়। হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকাটি ভীষণ দুর্গম এবং সেখানে নেটওয়ার্ক না থাকায় তাৎক্ষণিক তথ্য জানা যাচ্ছে না। বিস্তারিত জানতে সময় লাগবে।’
ইউএনও আরও বলেন, ‘সন্ধ্যার আগে ঘটনাটি ঘটেছে। এখনও বিস্তারিত জানতে পারছি না। সম্ভবত হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক।’
সাজেক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নেলসন চাকমা নয়ন জানান, ‘নব্বই ডিগ্রি এলাকায় দুর্ঘটনায় একটি ড্রাক ট্রাক উল্টে বেশ কয়েকজন নিহত ও আহত হওয়ার খবর জেনেছি। তবে কোনো তথ্যই নিশ্চিত হতে পারছি না। কারণ ওই এলাকাটি বেশ দুর্গম।’