বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

পাবনায় সড়ক দুর্ঘটনায় ভাইবোন নিহত

পাবনায় সড়ক দুর্ঘটনায় ভাইবোন নিহত

ডেস্ক রিপোর্ট :

জেলার সদর উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিশার মুখোমুখি সংঘর্ষে ভাইবোন নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও ৫ জন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের ধোপাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন- বেড়া পৌর এলাকার শালকি পাড়ার রাজকুমার হালদারের ছেলে প্রদীপ হালদার এবং তার বোন শম্পা রানী।
পাবনা সদর থানার ভার প্রাপ্তকর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, সিএনজি চালিত অটো রিকশাটি বেড়া থেকে পাবনার দিকে যাওয়ার পথে ঢাকা-পাবনা মহাসড়কের ধোপাঘাট াএলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ৭ যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে এদের মধ্যে দুইজনকে  মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকিরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech