বিশেষ প্রতিবেদক ॥ পহেলা বৈশাখ ও বর্ষবরণ উদযাপন উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বরিশাল মহানগর বিএনপির উদ্যেগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সোমবার সকাল ১০টায় নগরীর সদর রোড কাকলীর মোড় থেকে বের হওয়া শোভাযাত্রা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দীন সিকদার। এছাড়াও নগরীর ৩০ ওয়ার্ডের বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে বিএনপি কার্যালয়ে পান্তা ভাত এর আয়োজন করা হয়। এছাড়া বিএম কলেজে বিভিন্ন ধরণের গ্রামীন খেলার আয়োজন করা হয়। এরমধ্যে সবচেয়ে আকর্ষণীয় খেলা ছিলো রশি টানাটানি। এর এক পক্ষে ছিলেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক অপর পক্ষে ছিলেন সদস্য সচিব জিয়া উদ্দীন সিকদার।