বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com
পলিটেকনিক শিক্ষার্থীদের ব্লোকেড কর্মসূচি পালন

পলিটেকনিক শিক্ষার্থীদের ব্লোকেড কর্মসূচি পালন

ডেস্ক রিপোর্ট :
ছয় দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে কাফন মিছিল করেছেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ শুক্রবার, ১৮ এপ্রিল দুপুরে মিছিল নিয়ে নগরের চৌমাথা এলাকায় যান তারা। সেখানে কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভে অংশ নেন শিক্ষার্থীরা। বেলা সাড়ে তিনটা পর্যন্ত তারা এ বিক্ষোভ করেন।ছয় দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে কাফন মিছিল করেছেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ শুক্রবার, ১৮ এপ্রিল দুপুরে মিছিল নিয়ে নগরের চৌমাথা এলাকায় যান তারা। সেখানে কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভে অংশ নেন শিক্ষার্থীরা। বেলা সাড়ে তিনটা পর্যন্ত তারা এ বিক্ষোভ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল শুরু হওয়ার পরপরই চৌমাথা মোড়ে ঢাকা-পটুয়াখালী মহাসড়কের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিক্ষোভের কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে তারা মহাসড়ক ছেড়ে দেন।

সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বরিশাল সরকারি পরিটেকনিক কলেজের কারিগরি ছাত্র পরিষদের আহ্বায়ক মো. আইয়ুব নবী, শিক্ষার্থী ইসরাত বিনতে পলি, জহিরুল ইসলাম প্রমুখ।

শিক্ষার্থীরা জানান, তাদের আন্দোলনের মূল লক্ষ্য হলো কারিগরি শিক্ষাব্যবস্থাকে দুর্নীতিমুক্ত, ন্যায্য ও যোগ্যতাভিত্তিক নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করা। তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে হাইকোর্টে বাতিল হওয়া মামলার আলোকে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় দ্রুত কার্যকর করা; বিতর্কিত ক্রাফট ইনস্ট্রাক্টর পদটি বাতিল করে প্রাসঙ্গিক পদবি পুনর্বিন্যাস করা; মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা; ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত সব ক্রাফট ইনস্ট্রাক্টরের নিয়োগ বাতিল; বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন; মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া চালুর নিশ্চয়তা প্রদান।

ছাত্র পরিষদের আহ্বায়ক মো. আইয়ুব নবী বলেন, ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, কারিগরি শিক্ষার মর্যাদা রক্ষা করতে হলে অবিলম্বে অবৈধ নিয়োগপ্রক্রিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech