ডেস্ক রিপোর্ট :
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেইনে শান্তি প্রচেষ্টায় হয় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হতাশ হয়ে পড়েছেন এবং না হয় চাপ প্রয়োগের নতুন কৌশল বেছে নিয়েছেন। খুব দ্রুত যুদ্ধ পরিস্থিতির উন্নতি না হলে শান্তি আলোচনা বন্ধে ট্রাম্পের ইঙ্গিতের পর এমন কথা বলছেন বিশ্লেষকরা।
বিশ্লেষকদের মতে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বুঝতে ভুল করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তাছাড়া ইউক্রেইনের বিরল খনিজ সম্পদের চুক্তি নিয়েও হতাশ তিনি। যে কারণে বিরক্ত হয়ে শান্তি উদ্যোগ থেকে সরে যাওয়ার কথা ভাবছেন। তবে এটিকে অ্যামেরিকার জন্য পরাজয় হিসেবে দেখছেন কেউ কেউ। তারা বলছেন, আগ্রাসন দমাতে বরাবরই সচ্চার থেকেছে ওয়াশিংটন।
প্যারিসে সেক্রেটারি অব স্টেইট মার্কো রুবিও বলছিলেন, আগামী কয়েকদিনে শান্তি উদ্যোগে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা না গেলে ট্রাম্প হয়তো এই প্রচেষ্টা থেকে সরে আসবেন।রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেইনে শান্তি প্রচেষ্টায় হয় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হতাশ হয়ে পড়েছেন এবং নাহয় চাপ প্রয়োগের নতুন কৌশল বেছে নিয়েছেন।
খুব দ্রুত যুদ্ধ পরিস্থিতির উন্নতি না হলে শান্তি আলোচনা বন্ধে ট্রাম্পের ইঙ্গিতের পর এমন কথা বলছেন বিশ্লেষকরা। তাদের কারও কারও মতে এটাই যুদ্ধে ইতি টানার সবশেষ সুযোগ।
তাদের মতে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বুঝতে ভুল করেছেন প্রেসিডেন্ট। তাছাড়া ইউক্রেইনের বিরল খনিজ সম্পদের চুক্তি নিয়েও হতাশ তিনি। এর মাঝে মধ্যপ্র্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফকে নিয়ে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভালোদিমির যেলেন্সকির সমালোচনাতেও ট্রাম্প হতাশ বলে মনে করছেন তারা।
যে কারণে বিরক্ত হয়ে শান্তি উদ্যোগ থেকে সরে যাওয়ার কথা ভাবছেন। তবে এটিকে অ্যামেরিকার জন্য পরাজয় হিসেবে দেখছেন কেউ কেউ। তারা বলছেন, আগ্রাসন দমাতে বরাবরই সোচ্চার থেকেছে ওয়াশিংটন। এদিকে ক্রেমলিনকে সমরাস্ত্র দিয়ে সহায়তা করছে চায়না, ইউক্রেইনের এ দাবি প্রত্যাখ্যান করেছে বেইজিং। শুক্রবার ওই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়েল মুখপাত্র।