ডেস্ক রিপোর্ট :
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আজ কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তার জন্য ঢাকা সিটি কলেজে আগামী দুই দিন বুধবার (২৩ এপ্রিল) এবং বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টা ২৪ মিনিটে সিটি কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ. এম. মোবারক হোসাইন এ ঘোষণাটি দেন।
এদিকে আজ বেলা ১২টার দিকে শুরু হয় দুই কলেজের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা। একপর্যায়ে তিনটার দিকে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় উভয় কলেজের শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে শিক্ষার্থীদের রাস্তা থেকে দফায় দফায় সরিয়ে দেয়। বেলা ৩টার পর থেকে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোবারক হোসেন শিক্ষার্থীদের বাসায় ফিরে যাওয়ার অনুরোধ জানিয়ে বলেন, সিটি কলেজের স্থাপনায় যে হামলা হয়েছে, শিক্ষার্থীদের ওপর যে হামলা হয়েছে সেটির অবশ্যই তদন্ত হওয়া উচিত।
এ ঘটনাগুলোর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান মোবারক হোসেন। তিনি বলেন, ‘মারামারি করে এসব সমস্যার সমাধান হবে না। এতে সিটি কলেজের স্থাপনার ক্ষতি হবে, শিক্ষার্থীদের ক্ষতি হবে এবং আশপাশের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হবে।’
এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উদ্দিন এনটিভি অনলাইনকে বলেন, ‘ওদের মধ্যে সংঘর্ষ লাগার কারণ কে কাকে কী বলেছে, কে কী করতে পারবে এবং প্রেম, আধিপত্য বিস্তার এসব।’
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে দুই কলেজের শিক্ষকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এই সমস্যা সমাধানের দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে। আশা করছি, তারা একটা সুষ্ঠু সমাধান করবেন।