বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com
স্বর্ণের দাম ইতিহাসে সর্বোচ্চ

স্বর্ণের দাম ইতিহাসে সর্বোচ্চ

ডেস্ক রিপোর্ট :
দুই দফা বাড়ানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম নববর্ষে কমেছিল। এরপর চার দফায় বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্বর্ণের নতুন দাম আগামীকাল বুধবার (২৩ এপ্রিল) থেকে কার্যকর হবে।

এবার ভালো মানের এক ভরি স্বর্ণের দাম পাঁচ হাজার ৩৪৩ টাকা বাড়িয়ে এক লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৬৯ হাজার ৮০৫ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৪৫ হাজার ৫৪৩ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ২০ হাজার ৫১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৭২ হাজার ৫৪৫ টাকা, ২১ ক্যারেটের দাম এক লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৪১ হাজার ১৬৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ১৬ হাজার ৭৮০ টাকা বেচাবিক্রি হয়েছে।

গত রোববার (২০ এপ্রিল) থেকে সোমবার (২১ এপ্রিল) পর্যন্ত প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা, ২১ ক্যারেটের দাম এক লাখ ৬০ হাজার ২০৫ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৩৭ হাজার ৩০৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ১৩ হাজার ৪৯১ টাকা বেচাবিক্রি হয়েছিল।

গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৬৫ হাজার ২০৯ টাকা, ২১ ক্যারেটের দাম এক লাখ ৫৭ হাজার ৬৯৭ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৩৫ হাজার ১৭৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ১১ হাজার ৬৫৯ টাকা বেচাবিক্রি হয়েছিল।

গত ১৪ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৬২ হাজার ১৭৬ টাকা, ২১ ক্যারেটের দাম এক লাখ ৫৪ হাজার ৮০৫ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৩২ হাজার ৬৯০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৯ হাজার ৫৩৭ টাকা বেচাবিক্রি হয়েছিল।

এর আগে, প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৬৩ হাজার ২১৪ টাকা, ২১ ক্যারেটের দাম এক লাখ ৫৫ হাজার ৭৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৩৩ হাজার ৫৪১ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ১০ হাজার ২৭১ টাকা বেচাবিক্রি হয়েছিল।

বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech