ডেস্ক রিপোর্ট :
ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেন, চায়নার সঙ্গে আলোচনায় অগ্রগতি সাধন করবেন তিনি, যার মাধ্যমে তাদের আমদানির ওপর শুল্ক উল্লেখযোগ্যভাবে কমে যাবে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, বাণিজ্য নিয়ে চায়নার সঙ্গে ‘আগ্রাসী’ হবেন না তিনি।
ট্রাম্প জানান, চায়নার ওপর অ্যামেরিকার আরোপিত শুল্ক ১৪৫ শতাংশের কাছাকাছিও হবে না, যেটি তার প্রশাসন আগে ঠিক করেছিল।
ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেন, চায়নার সঙ্গে আলোচনায় অগ্রগতি সাধন করবেন তিনি, যার মাধ্যমে তাদের আমদানির ওপর শুল্ক উল্লেখযোগ্যভাবে কমে যাবে। তিনি সতর্ক করে বলেন, ‘যদি তারা চুক্তি না করে, তাহলে আমরাই চুক্তির শর্ত ঠিক করে দেব।’
প্রেসিডেন্ট বলেন, চুক্তির ফলে চায়নার পণ্যের ওপর শুল্ক ‘উল্লেখযোগ্যভাবে’ কমবে। বর্তমান শুল্ক হার নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা এত বেশি হবে না। এটা তার কাছাকাছিও হবে না।’ তিনি আরও বলেন, ‘এটা শূন্যও হবে না।’ ট্রাম্প উল্লিখিত মন্তব্য করেন নতুন এসইসি চেয়ারম্যান পল অ্যাটকিন্সের শপথ গ্রহণ অনুষ্ঠানে।