বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com
বরিশালে নির্মাণের এক বছরেও চালু হয়নি শিশু হাসপাতাল

বরিশালে নির্মাণের এক বছরেও চালু হয়নি শিশু হাসপাতাল

ডেস্ক রিপোর্ট :
জনবল নিয়োগ না হওয়া এবং বৈদ্যুতিক সাব স্টেশন নির্মাণ না করায় এক বছর পেরিয়ে গেলেও ‍এখনো চালু হয়নি বরিশালের ২০০ শয্যার শিশু হাসপাতাল। এ কারণে বরিশাল মেডিকেল কর্তৃপক্ষের কাছে ভবন হস্তান্তর করতে না পেরে বিপাকে পরেছেন ঠিকাদার।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গত বছরের মার্চ মাসে নগরীর আমানতগঞ্জ এলাকায় নতুন ২০০ শয্যার শিশু হাসপাতালের ভবন নির্মাণ কাজ শেষ হলেও এখনও হাসপাতালটি চালু করা সম্ভব হয়নি। হাসপাতালটি চালু হলে পরিচালনার দায়িত্বে থাকবে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ।

শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক শাখার কর্মকর্তারা বলছেন, নতুন শিশু হাসপাতাল চালাতে প্রয়োজন ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী। অথচ একজনও নিয়োগ দেওয়া হয়নি। এ ছাড়া নির্মাণ হয়নি বিদ্যুতের আলাদা সাব স্টেশন।

মেডিকেলের সহকারী পরিচালক রেজওয়ানুর আলম বলেন, শিশু হাসপাতালটি চালু না হওয়ায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডকে বাড়তি চাপ নিতে হচ্ছে। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানিয়েছেন, ভবনের কাজ শেষ হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তা বুঝে নিচ্ছে না। তাই অবহেলায় পরে থাকায় শিশু হাসপাতাল চালুর আগেই অনেক মালামাল চুরি হচ্ছে।

বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদ বলেন, ২০১৭ সালে বরিশাল শিশু হাসপাতালের ভবন নির্মাণ শুরু হয়ে ২০১৯ সালে শেষ হওয়ার কথা ছিল। তবে নানা জটিলতায় তা কয়েক বছর দেরি হয়। বর্তমানে বরাদ্দের অভাবে বাকি কাজগুলো করানো যাচ্ছে না। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech