বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com
২০ বছরে সবচেয়ে বড় দাবানল দেখতে পারে নিউ জার্সি

২০ বছরে সবচেয়ে বড় দাবানল দেখতে পারে নিউ জার্সি

ডেস্ক রিপোর্ট :
নিউ জার্সি ফরেস্ট ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানায়, জোন্স রোডের দাবানল বুধবার রাতে ১৩ হাজার ২৫০ একরজুড়ে ছড়িয়ে পড়ে। এ দাবানলের ৫০ শতাংশ নিয়ন্ত্রণে আনা হয়। আটলান্টিক ওশানের সৈকত তীরবর্তী শহরগুলোর কাছে নিউ জার্সির পাইনল্যান্ডস পোড়াচ্ছে দ্রুত ছড়িয়ে পড়া একটি দাবানল।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, এটি প্রায় ২০ বছরের মধ্যে স্টেইটের সবচেয়ে বড় দাবানল হতে পারে। বার্তা সংস্থাটি জানায়, দাবানলের আকাশ থেকে ধারণ করা একটি ভিডিও বুধবার প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, তীব্র দাবানল ছিল নিউ জার্সির ওশান কাউন্টিতে। এ থেকে সৃষ্টি ধোঁয়া দেখা যাচ্ছিল আকাশে।

নিউ জার্সি ফরেস্ট ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানায়, জোন্স রোডের দাবানল বুধবার রাতে ১৩ হাজার ২৫০ একরজুড়ে ছড়িয়ে পড়ে। এ দাবানলের ৫০ শতাংশ নিয়ন্ত্রণে আনা হয়। স্টেইটের পরিবেশ সুরক্ষা কমিশনার শন লাটুরেট এক সংবাদ সম্মেলনে জানান, এটি প্রায় ২০ বছরের মধ্যে নিউ জার্সির সবচেয়ে বড় দাবানল হতে পারে। ২০০৭ সালের মে মাসে একই এলাকায় একটি দাবানল ১৭ হাজার একর জায়গা গ্রাস করেছিল।

এদিকে পাইনল্যান্ডস অঞ্চলের জোন্স রোড দাবানলের ঘটনায় বৃহস্পতিবার নিউ জার্সির এক কিশোরের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। ওশান কাউন্টি প্রসিকিউটরের কার্যালয় এক বিবৃতিতে জানায়, জোন্স রোড দাবানলের সূত্রপাত মঙ্গলবার সকালে ওশান কাউন্টির গ্রিনউড ফরেস্ট ওয়াইল্ডলাইফ ম্যানেজমেন্ট এরিয়ায়। ঠিকভাবে না নেভানো একটি বনফায়ারের কারণে এ দাবানল সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech