ডেস্ক রিপোর্ট :
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথম দিনই ইউক্রেইনে রাশিয়ার যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দেওয়া ট্রাম্প বলেন, এ যুদ্ধ শেষ করার জন্য তার নিজস্ব সময়সীমা রয়েছে। ইউক্রেইন ও রাশিয়া উভয়কেই আলোচনার টেবিলে বসতে হবে। ইউক্রেইন ও রাশিয়াকে তিন বছর ধরে চলা যুদ্ধ শেষ করতে আলোচনায় বসার আহ্বান বৃহস্পতিবার পুনর্ব্যক্ত করেছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
রয়টার্স জানায়, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথম দিনই ইউক্রেইনে রাশিয়ার যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দেওয়া ট্রাম্প বলেন, এ যুদ্ধ শেষ করার জন্য তার নিজস্ব সময়সীমা রয়েছে। ইউক্রেইন ও রাশিয়া উভয়কেই আলোচনার টেবিলে বসতে হবে। হোয়াইট হাউযে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্তোরের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘(যুদ্ধ বন্ধের বিষয়ে) আমার নিজস্ব একটা সময়সীমা আছে।’
এর আগে কিয়েভে রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করে ট্রাম্প লিখেন, ‘ভ্লাদিমির, থামুন!’ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অ্যামেরিকার প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি কিয়েভে রুশ হামলায় খুশি নই। এটি একদমই অপ্রয়োজনীয় এবং (হামলার) সময়টা খুবই খারাপ।’
এর এক দিন আগে তিনি বলেছিলেন, যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা ব্যাহত করছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির যেলেন্সকি।