বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com
গাযার মানুষ দুর্ভোগে আছে: নেতানিয়াহুকে ট্রাম্প

গাযার মানুষ দুর্ভোগে আছে: নেতানিয়াহুকে ট্রাম্প

ডেস্ক রিপোর্ট :
ট্রাম্প জানান, গাযা উপত্যকায় খাদ্য ও ওষুধ প্রবেশ করতে দিতে নেতানিয়াহুকে তাগিদ দিয়েছেন তিনি। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, প্যালেস্টাইনের গাযার বাসিন্দাদের প্রতি সদয় হতে ইযরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ট্রাম্প জানান, গাযা উপত্যকায় খাদ্য ও ওষুধ প্রবেশ করতে দিতে নেতানিয়াহুকে তাগিদ দিয়েছেন তিনি। গত ২ মার্চের পর যুদ্ধবিধ্বস্ত গাযায় কোনো ধরনের সহায়তা পৌঁছায়নি।

এমন পরিস্থিতিতে ইসরায়েল জানায়, হামাস অবশিষ্ট সব জিম্মিকে ছেড়ে দেওয়ার আগে গাযায় পণ্যসামগ্রী ও প্রয়োজনীয় সরবরাহ প্রবেশ করবে না। এদিকে শুক্রবার সকালে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) জানায়, গাযায় তাদের খাদ্যের মজুত ফুরিয়ে গেছে।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, নেতানিয়াহুর সঙ্গে সাম্প্রতিক ফোনালাপে গাযায় মানবিক সহায়তা প্রবেশ নিয়ে উদ্বেগের বিষয়টি উঠেছিল কি না।

জবাবে ট্রাম্প বলেন, “গাযার বিষয়টি উঠেছিল এবং আমি বলেছি, ‘আমাদের গাযার প্রতি সদয় হতে হবে…এসব মানুষ দুর্ভোগে আছে।’”
গাযায় সহায়তা প্রবেশের জন্য চেকপয়েন্ট খুলে দেওয়ার বিষয়টি উত্থাপন করেছিলেন কি না জানতে চাইলে প্রেসিডেন্ট বলেন, ‘আমরা করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টা দেখছি। সেখানে (গাযা) ওষুধ ও খাদ্যের খুব বড় চাহিদা আছে এবং আর আমরা বিষয়টা দেখছি।’
নেতানিয়াহু বিষয়টিকে কীভাবে নিয়েছেন জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘ভালোভাবেই নিয়েছেন।’

ইযরায়েলের দক্ষিণাঞ্চলে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ মানুষ নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করা হয় বলে ইযরায়েল দাবি করেছে। সেই থেকে গাযায় ইযরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫১ হাজার তিন শর বেশি ফিলিস্তিনি নিহত হয় বলে জানিয়েছে উপত্যকার স্বাস্থ্য কর্তৃপক্ষ

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech