বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

ঝালকাঠিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ইটভাটা বন্ধ

ঝালকাঠিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ইটভাটা বন্ধ

ঝালকাঠির নলছিটি উপজেলায় অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়া ইট তৈরি ও অবৈধ ড্রামচিমনি ব্যবহার করে ভাটার কার্যক্রম পরিচালনা করায় ‘মেসার্স এমবিএল ব্রিকস’ নামে একটি ইটভাটা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

একইসঙ্গে ইটভাটায় থাকা প্রায় ২ লাখ কাঁচা ইট পানি দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ মগর গ্রামের করুয়াকাটি এলাকায় অবস্থিত ওই ইটভাটায় অভিযান চালান পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হালিম এ অভিযান পরিচালনা করেন।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. তোতা মিয়া বিডি ক্রাইম কে জানান, অবৈধভাবে ইটভাটাটি পরিচালনা করে আসছিলো মেসার্স এমবিএল ব্রিকস।

এমন অভিযোগের ভিত্তিতে ওই ইটভাটায় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)’ অনুযায়ী অভিযান পরিচালনা করে ইটভাটাটি বন্ধসহ প্রায় ২ লাখ টাকার কাঁচা ইট পানি দিয়ে ধ্বংস করে দেওয়া হয়।

অভিযানে পুলিশ প্রশাসন ও বরিশাল ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech