চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শ্যামলী পরিবহনের একটি বাস থেকে নয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাগর আহম্মেদ ও জুয়েল নামে দুইজনকে আটক করেছে র্যাব।
আটক সাগর আহম্মেদ খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন বাঘাধারি এলাকার বাসিন্দা। এছাড়া জুয়েল বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানা এলাকার সাদিকপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ইয়াবাসহ ওই দুইজনকে আটক করা হয়। এ সময় বাসটি কক্সবাজার থেকে ছেড়ে ঢাকার দিকে যাচ্ছিল।
র্যাব-১১-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, শুক্রবার সকাল থেকেই মদনপুর বাসস্ট্যান্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসায় র্যাবের একটি দল। পরবর্তীকালে বেলা ১২টার দিকে শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালায় তারা।
এ সময় বাসের চেসিসের মধ্যে থাকা নয় হাজার পিস ইয়াবা উদ্ধার করে র্যাব সদস্যরা। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত থাকায় বাসের হেলপার সাগর ও জুয়েলকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আটক সাগর মূলত বাসের হেলপার। তবে, এটা তার ছদ্মবেশ। সে বাসের হেলপার পরিচয়ে দীর্ঘদিন যাবত কক্সবাজার থেকে ইয়াবা এনে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করত।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।