বরিশাল নগরে ছিনতাই করা কালীন সময়ে এক যুব ছিনতাইকারীকে আটক করেছে
মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পাশাপাশি এসময় পুলিশের উপস্থিতি টের
পেয়ে আরো ২ ছিনতাইকারী পালিয়ে গেছে। সোমবার (২৬ আগষ্ট) দিবাগত রাত
৯ টার দিকে নগরের বগুরা রোডস্থ মলিকা কিন্ডারগার্ডেন সংলগ্ন এলাকায় ওই
ছিনতাইয়ের ঘটনা ঘটে। ডিবিএর এস আই ইউনুস আলী ফরাজী জানান, তার
সঙ্গীয় টিমসহ বরিশাল নগরে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র উদ্ধার, বিশেষ অভিযান ও
আইন-শৃঙ্খলা রক্ষা ডিউটি করছিলেন। মলিকা কিল্ডারগার্ডেনের পূর্ব পাশে
গেইটের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় দেখতে পান মোটরসাইকেল যোগে
কতিপয় যুবক ছিনতাই কাজে লিপ্ত রয়েছে। এসময় ধাওয়া দিয়ে বরিশাল নগরের
কাউনিয়া ছোট মিয়ার গলি এলাকার মোঃ আইয়ুব আলী হাওলাদারের ছেলে মোঃ
শাহারিয়ার হোসেন অন্তু (১৯) কে আটক করা হয়। সাথে সাথে আটক অন্তুর কাছ
থেকে ঘটনাস্থল থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। তবে ওই সময়
তার সাথে থাকা নতুন বাজার এলাকার) মোঃ সাইফুল হাওলাদার ওরফে নিবির (১৯),
ও কাউনিয়া থানা সংলগ্ন এলাকার মোঃ আলভি হাসান আবির (১৯) নামের দুই
যুবক পালিয়ে যায়। এ ঘটনায় আটককৃত ও পলাতকদের বিরুদ্ধে কোতয়ালি মডেল
থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।