ডেস্ক রিপোর্ট:
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘৯ মাস দায়িত্ব পালনকালে কিছু কর্মসূচি ঘোষণা করেছি। উত্তর সিটির উন্নয়নে বেশ কিছু কাজ হাতে নিয়েছি, এর মধ্যে অনেকগুলোই অসমাপ্ত। এসব অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চাই। আশা করি, এবারও আমি মনোনয়ন পাব।’
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় তিনি ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে মনোনয়ন জমা দেয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে আতিক বলেন, ‘গত টার্মে খুব অল্প সময় কাজ করেছি। এবার মনোনয়ন পেলে উত্তর ঢাকার উন্নয়নে কাজ করব। বড় সমস্যাগুলো আগে সমাধান করব।’
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত চলবে।
ঢাকা উত্তর সিটিতে ভোটার সংখ্যা ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন।